নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। আজ বৃহস্প্রতিবার বেলা ১২টায় নগরীর বাদুরতলা সড়কের পাশে ও ফুটপাত দখল করে গড়ে উঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনা করেছেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.আবু সাঈদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ বাসসকে জানান, অভিযানকালে ২০টি অবৈধ স্থাপনার পাশাপাশি অবৈধ ব্যানার, বিলবোর্ডও অপসারণ করা হয়েছে। দখলমুক্ত একটি সুন্দর নগরী গড়তে সিটি করপোরেশনের সহযোগিতায় আমরা এ অভিযান পরিচালনা করছি। কুমিল্লা নগরীর সকল ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।