৩৭২টি কারখানা ও সিএনজি স্টেশন আসছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) আইপি ক্যামেরার আওতায়। আজ সোমবার সকাল ৯ টায় সিএনজি স্টেশনে আইপি ক্যামেরা স্থাপন বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে পদুয়ার বাজার পর্যন্ত স্থাপিত ২০টি সিএনজি স্টেশন আইপি ক্যামেরা স্থাপন করা হয়। কুমিল্লা চাঁপাপুর বাখরাবাদ গ্যাস অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, মহা-ব্যবস্থাপক প্রকৌশলী মো. আবুল বাশার, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রাজ্জাক, উপ-মহাব্যবস্থাপক মোস্তফা মাহিরসহ আরও অনেকে।
এ বিষয়ে উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রাজ্জাক বাসসকে বলেন, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ৬ জেলার বাকী ৭১ সিএনজি স্টেশন দ্রুত আইপি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া ১৮৯টি শিল্পকারখানা, ১৪টি বিদ্যুত কেন্দ্র, ৭৮টি ক্যাপটিপ পাওয়ার পর্যায়ক্রমে আইপি ক্যামেরার আওতায় আনা হবে। এতে অফিসে বসে ওই সব প্রতিষ্ঠানের গ্যাস মিটার পর্যবেক্ষণ করা যাবে। যাতে মিটার টেম্পারিং ও অগ্নিকান্ডের ঝুঁকি কমানো যাবে। এতে জনবলের প্রয়োজনও কম হবে বলে জানান। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান