কুমিল্লায় ৫ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

রমজানের অষ্টম দিনে ভোক্তা অধিকার অভিযানে কুমিল্লার রানীর বাজার এলাকায় আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।

অভিযানের সময় বেশি দামে চিনি বিক্রি করায় মেসার্স রাজ রাজেশ্বরী ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মূল্য তালিকা হালনাগাদ না করায় মেসার্স এইচ এম জে এন্টারপ্রাইজকে ১ হাজার ৫শ টাকা, বেশি দামে ছোলা বিক্রি করায় জহির ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মূল্য তালিকা না রাখায় মায়ের দোয়া সোনালী পল্ট্রি হাউজকে ২ হাজার টাকা, এবং বেশি দামে চিনি ও ছোলা বিক্রি করায় দেলোয়ার স্টোরকে ৩ হাজার টাকাসহ আজ মোট ৫ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়াও রমজানে যাতে অযাচিতভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করা না হয় সে ব্যাপারে উল্লিখিত এলাকার ব্যবসায়ীদেরকে নির্দেশ প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, রানীর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান