মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উদ্যোগে গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ৬ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব লেখা সম্বলিত জ্যামিতি বক্স ও ডিজিটাল স্কেল এবং করোনাভাইরাস সংক্রমণ রোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
বৃহস্প্রতিবার দুপুরে গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম শাওন, গুলবাগিচা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহারসহ আরও অনেকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান