কুমিল্লা জেলা কেন্দ্রীয় কারাগারে শিশুদের মাঝে খেলনা ও পোশাক সামগ্রী বিতরণ করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন। আজ সকাল ১০টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে শিশুদের মাঝে খেলনা সামগ্রী ও পোশাক কুমিল্লা জেলা কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়ুদুল আরেফিন, জেলার মো. আসাদুর রহমানসহ আরও অনেকে।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বাসসকে বলেন, বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত জেলে থাকা মায়েদের সঙ্গে প্রায়ই বিভিন্ন বয়সের শিশু সন্তানরাও অবস্থান করেন। এসময় শিশুদের মানসিক বিকাশ এবং চিত্তবিনোদনের লক্ষ্যে আমার এ সামান্য খেলাধুলার সামগ্রী, সাজাপ্রাপ্ত মায়েদের সাথে থাকা বাচ্চাদের বিনোদন ও কিছুটা আনন্দ দিতে পারবে বলে আশা প্রকাশ করছি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান