কুমিল্লায় নাশকতার দুই মামলা ও নড়াইলের মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আজ।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
গত সোমবার (২১ মে) শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি। রাষ্ট্র পক্ষ শুনানির জন্য সময় চাইলে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ এ দিন ধার্য করেন।
এর আগে রোববার (২০ মে) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে জামিন চেয়ে আবেদন করেন খালেদা জিয়া।
বিচারপতি এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চে জামিন আবেদন শুনানির জন্য অনুমতি চান খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।পরে আদালত আবেদন দাখিলের অনুমতি দেন।
আরজেড/