গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার তলানিতে থাকেও এ বছর তা বেড়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ফলে দেখা যায় এ বোর্ডে পাস করেছে ৬৫ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিলো ৪৯ দশমিক ৫২ শতাংশ।
একই সাথে এ বছর বেড়েছে জিপিএ-৫ । এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন শিক্ষার্থী। যা গত বছর ছিল ৯৭৮ জন।
বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. আব্দুস সালাম এ ফলাফল ঘোষণা করেন।
এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৩ হাজার ৬৬৬ জন। এদের মধ্যে ৬৭ হাজার ৮২০ জন পাস করেছে।
আরএম/