এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার বেড়েছে ২১ দশমিক ৩৭ ভাগ। একই সাথে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যাও বেড়েছে ২ হাজার ৪১৫।
আজ রোববার (০৬ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০টি বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
কুমিল্লা বোর্ডে বিজ্ঞান বিভাগে ছেলেদের পাসের হার ও জিপিএ-৫ মেয়েদের তুলনায় এগিয়ে রয়েছে। অন্যদিকে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে। শূন্যভাগ পাস করা স্কুলের সংখ্যা নেই।তবে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১ হাজার ৭০৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৮২ হাজার ৭১১ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে এক লাখ ৪৬ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছেলে ৬৬ হাজার ৩৭ জন, মেয়ে ৮০ হাজার ৮৬০ জন। পাসের হার ৮০ দশমিক শূন্য ৪০। ছেলেদের পাসের হার ৮১ দশমিক ২৯, মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৯। অন্যদিকে এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ৪৮৬ জন, মেয়ে ৩ হাজার ৩৭৯ জন।
কুমিল্লা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. শহিদুল ইসলাম জানান, নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণদের সুযোগ না দেওয়া, শিক্ষার মান নিয়ে বোর্ডের মতবিনিময়সভার কারণে ফল ভালো হয়েছে। সব মহল এবার সচেতন হওয়ায় পাসের হার ও জিপিএ৫ বেড়েছে। শূন্য ভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠান ৭৪ টি। গত বছর এ বোর্ডের পাসের হার ছিল ৫৯ দশমিক ০৩। জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৫০ জন। শূন্য ভাগ পাস করা প্রতিষ্ঠান ছিল দুটি। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ছিল মাত্র ১৪টি।
আজকের বাজার/ এমএইচ