বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০১৭ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর এয়ারলাইন পার্টনার হয়েছে দেশের শীর্ষ বেসরকারি এয়ারলাইন নভোএয়ার। এ উপলক্ষে নভোএয়ার ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তিতে নভোএয়ারের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড সেলস এ কে এম মাহফুজুল আলম ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল নিজ প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ারের পক্ষ থেকে এ কথা জানানো হয়। চুক্তি অনুযায়ী, বিপিএল এর খেলায় অংশ নিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা সিলেট ও চট্টগ্রাম রুটে নভোএয়ারে ভ্রমণ করবেন।
গত পাঁচ বছর ধরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় আন্তর্জাতিক মানের যাত্রী সেবা প্রদান ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করে যাচ্ছে নভোএয়ার। পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে সব সময়ই নানা ধরনের খেলার পৃষ্ঠপোষকতা করে আসছে প্রতিষ্ঠানটি।
তার ধারাবাহিকতায় দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় এ আয়োজনে সম্পৃক্ত হয়েছে নভোএয়ার। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট flynovoair.com ভিজিট করে নভোএয়ার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫টি, যশোরে ৩টি, সৈয়দপুরে ৩টি, কক্সবাজারে ২টি এবং সিলেট ও কলকাতা রুটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।
আজকের বাজার : এমএম / ৩১ অক্টোবর ২০১৭