আগামী বুধবার কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা পরীক্ষা শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে কুমিল্লা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য চিকিৎসক ও সহকারীদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে।
আজ সকালে স্থানীয় সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার কুমিল্লা মেডিকেল কলেজে আরটি-পিসিআর পরীক্ষাগার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. মজিবুর রহমান, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. রফিকুল ইসলাম সরকার, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, জেলা বিএমএ সভাপতি আবদুল বাকি আনিস, সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসিম, স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুব মোরশেদ, মেডিকেল কলেজের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
কুমিল্লা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত করোনা ভাইরাস পরীক্ষার যন্ত্র আরটি-পিসিআর স্থাপনের কাজ আগামীকাল শেষ হলেই বুধবার থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হবে।এতে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ৬টি জেলার প্রায় কোটি লোকের কোভিড-১৯ করোনা ভাইরাস পরীক্ষা করার সুবিধা হবে।
এদিকে কুমিল্লা জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৭ জন নিজস্ব বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনায় ২ জন মারা গেছেন। বর্তমানে জেলার বিভিন্ন স্থানে ১ হাজার ১৮৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।