কুমিল্লা-লাকসাম ডাবল রেললাইনে ট্রেন চলাচল উদ্বোধন আজ

কুমিল্লা-লাকসাম ডাবল রেললাইনে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আজ শনিবার। রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন কুমিল্লা রেলওয়ে স্টেশনে আজ দুুুপুরে নবনির্মিত এ লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। এ সময় রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার, কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন ও রেলওয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম বাসসকে বলেন, মন্ত্রী লাকসাম রেলওয়ে স্টেশনে আরামদায়ক রেলভ্রমণ নিশ্চিতকরণে রেলওয়ের রাজস্ব খাতে স্টেশন মেরামত, আধুনিকায়ন ও রেলওয়ে ট্র্যাক নির্মাণ কার্যক্রম বাস্তায়নের অংশ হিসেবে লাকসাম স্টেশনের সংস্কারকৃত প্ল্যাটফর্মেরও উদ্বোধন করবেন।