মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে তাহফিজ দারুল কুরআন ইতিফাকিয়াহ নামের একটি মাদ্রাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।
কুয়ালালামপুরের ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের পরিচালক খিরুদিন দিরাহমান জানান, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২৩ জনই শিক্ষার্থী। বাকি দুজন মাদ্রাসার ওয়ার্ডেন।
নিহতদের বয়স নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ধরনের মাদ্রাসায় যে সব শিশুদের কোরআন শিক্ষা দেয়া হয় তাদের বয়স ৫ থেকে ১৮ মধ্যে।
এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক শোক প্রকাশ করেছেন।
আজকের বাজার : এলকে/এলকে ১৪ সেপ্টেম্বর ২০১৭