কুয়েতের আমির শেখ নাওয়াফ মারা গেছেন

তেল সমৃদ্ধ কুয়েতের শাসক আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ শনিবার ৮৬ বছর বয়সে মারা গেছেন। দ্য রয়্যাল কোর্ট এ কথা জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে রয়্যাল কোট প্রচারিত এক বিবৃতিতে কুয়েতের আমীরের মৃত্যুর কথা জানিয়ে শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। চ্যানেলটি তার নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে এই ঘোষণা প্রচার করেছে। ঘোষণার আগে কোরআন তেলাওয়াত করা হয়।

শেখ নওয়াফকে ‘জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে নভেম্বরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তার সৎ ভাই কুয়েতের সাবেক আমীর শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ ৯১ বছর বয়সে ২০২০ সালে মারা যাওয়ার পর শেখ নওয়াফ আমীরের পদ গ্রহন করেন।

কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহকে দেশটির নতুন আমির হিসেবে মনোনীত করা হয়েছে। (বাসস ডেস্ক)