সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকার সুন্দরবন মার্কেটে অবস্থিত জননী কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কুরিয়ার সার্ভিসের মালামাল বহনকারী এক ভ্যানচালককে আটক করা হয়েছে।
সাতক্ষীরার ওসি আলী আহম্মদ হাসেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। এই বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।
আজকের বাজার/আরআইএস