সিরিয়ায় যুদ্ধরত কুর্দি বিদ্রোহীদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে, যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার না করলে আঙ্কারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে দেশটি। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। পাশাপাশি,দ আফ্রিনসহ সিরিয়ার উপদ্রুত এলাকাতেও দেশটি অভিযান পরিচালনা করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সিরিয়ার তুর্কি সীমান্তে কুর্দিদের নিয়ে ৩০ হাজার সদস্যের একটি বাহিনী মোতায়েনের মার্কিন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে আঙ্কারা।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান বলেছেন, তুরস্কের দক্ষিণ সীমান্তে একটি সন্ত্রাসী সেনাবাহিনী গঠনের চেষ্টা করছে আমেরিকা। ওই বাহিনীকে অঙ্কুরেই ধ্বংস করে দিতে হবে।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর দিয়েছে, ৩০ হাজার সদস্যের ওই বাহিনীর প্রায় অর্ধেক সদস্য নিয়োগ দেয়া হবে সিরিয়ায় তৎপর এসডিএফ-এর সদস্যদের মধ্য থেকে। এসডিএফ হচ্ছে কুর্দি সংগঠন ওয়াইপিজি সমর্থিত একটি গোষ্ঠী। তুরস্ক ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে।
তুরস্কের উপপ্রধানমন্ত্রী বেকির বোজডাগ বলেছেন, মন্ত্রিসভা এ ব্যাপারে একমত হয়েছে যে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তিনি বলেন, আমাদের সহ্যের সীমা শেষ হয়ে গেছে। আমাদের কাছ থেকে আর ধৈর্য আশা করা ঠিক হবে না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অবশ্য বলেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় কোনও সীমান্তরক্ষী বাহিনী গড়ে তুলছে না।
আজকের বাজার:এসএস/১৮জানুয়ারি ২০১৮