রাজধানীর কুর্মিটোলা এলাকায় রোববার দুপুরে মানুষের ভিড়ের মধ্যে প্রাইভেট কারের ধাক্কায় এক শিশু ও চার নারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন- ফরিদ, রাজ্জাক, আজিম, রাজিব, রাশেদ, বক্কর, আজিজুল ইসলাম, সালমা, রহিমা, মাকসুদা ও নাজমা। বাকি সাত জনের পরিচয় জানা যায় নি।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক জানান, বাস স্টপেজে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। আহতদের মধ্যে পাঁচজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। শিশুসহ গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া আহত একজনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালে নেয়া হয়েছে।
আজকের বাজার/এমএইচ