এক্স মেডিক্যাল ক্যাডেট এসোসিয়েশন (এমকা) সম্প্রতি কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে ৫টি হাই ফ্লো নেজাল ক্যাননুলা হন্তান্তর করেছে ।
প্রায় ১৭ লাখ টাকা মূল্যের এই ৫টি হাই ফ্লো নেজাল ক্যাননুলা বর্তমান করোনা পরিস্থিতিতে হাসপাতালটির জরুরি সেবা দানের সক্ষমতা আরো বৃদ্ধি করবে। কারণ এর সাহায্যে যেসব রোগীকে আইসিইউতে নেয়ার প্রয়োজন নেই তবে অবস্থা যাদের খুব গুরুতর তাদেরকে বাঁচানোর সম্ভবনা বাড়বে।
হন্তান্তর অনুষ্ঠানে আর্মড ফোর্সেস মেডিকেল কলজে-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল একে এম মুসা খান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ, এমকার প্রসেডিন্টে ডাঃ মাহবুব আলম, এমকার জিএস ডাঃ আরমান জাহিদ উপস্থিত ছিলেন।