কুলাউড়ায় নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুকুর থেকে নিপু বাউরি (২৫) নামের নিখোঁজ এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিপু ওই উপজেলার বরমচাল চা বাগানের শ্রমিক দোলন বাউরির স্ত্রী।

মঙ্গলবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার সাব ইন্সপেক্টর রফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন নিপু। মঙ্গলবার সকালে তার চাচা আপন বাউরি পুকুর পাড়ে গেলে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত নিপুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের ভাষ্যমতে তিনি সাতার জানতেন না। ধারণা করা হচ্ছে, পুকুরে পানি আনতে গিয়ে পড়ে মারা যেতে পারে।

রাসেল/