কুলাউড়ায় তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট এটি এম ফরহাদ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় থানা পুলিশ।
সূত্র জানায়, ওই দিন শহরের দক্ষিণ বাজারে সেবা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় নগদ ৫০ হাজার টাকা ও উত্তর বাজারস্থ এ সময় শহরের উত্তর বাজারস্থ মামণি লাইব্রেরি ও প্রফেসর লাইব্রেরিতে নিষিদ্ধ গাইড বই বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এটি এম ফরহাদ চৌধুরী জানান, জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করে সেবা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা ও নোট বই নিষিদ্ধকরণ আইন ১৯৮০ এর আওতায় দুই লাইব্রেরিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫ম-৮ম শ্রেণি পর্যন্ত এসব গাইড বই প্রকাশ্যে বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তাই দুই প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে গাইড বই বিক্রি না করার নির্দেশ প্রদান করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আজকের বাজার/এমএইচ