কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইজিচালক ছিনতাই করে চালক সবুজ মন্ডল(৩০)নামের এক যুবককে হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে আসামী ববি(২৪) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো: মাহফুজুল হক চেধুরী, পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের এসআই সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় এজহার নামীয় আসামী ববিকে কুষ্টিয়া পোড়াদহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ববি কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকার শফিকুল ইসলামের মেয়ে ও একাধিক হত্যা মামলার আসামী জনি হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগষ্ট সবুজ ভাড়ার উদ্দেশ্যে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফিরে আসেনি। নিখোঁজের একদিন পরে সবুজের মা রেহেনা আক্তার কুষ্টিয়া মডেল থানায় একটি জিডি দায়ের করেন যার জিডি নং-১৫৩৭, তারিখ ২০/০৮/২০২৩। তার মুঠোফেনে যোগাযোগ করে তার পরিবার। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে শুরু হয় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযান। কয়েকজনকে গ্রেফতার করার পর পুলিশ ঘটনার রহস্য উন্মোচন করেন। রহস্য উন্মোচনের পর জানা যায, গত ১৯ আগষ্ট কুষ্টিয়ার চৌড়হাস থেকে যাত্রী সেজে অটোতে উঠে কুষ্টিয়ায় রেইন্উইক বাঁধে নিয়ে গিয়ে অটো চালক সবুজকে হত্যা করে গ্রেফতারকৃত ববির স্বামী জনি সহ কয়েকজন। পরে লাশটি বস্তার ভিতর করে একটি অ্যাম্বুলেন্স এর মাধ্যমে চুয়ডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে সড়কের পাশে ঝোপের মধ্যে ফেওে চলে যায়। নিহত ইজিবাইক চালক সবুজের পরিবারের লোকজন তার লুঙ্গী ও গেঞ্জি দেখে লাশ সনাক্ত করে। এই ঘটনার সাথে জনির স্ত্রী ববি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
রফিকুজ্জামান সিজার, কুষ্টিয়া প্রতিনিধি