কুষ্টিয়ায় একটি পুকুর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার।

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের স্কুলপাড়া ভাটার পুকুরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রুবার (০৬ অক্টোম্বর) সকালের দিকে কুষ্টিয়া বটতৈল ইউনিয়নের ভাটার পুকুরে ভাসমান অবস্থায় এক মহিলার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে। মৃত দেহের শরীর ও মুখ ফুলে বীভৎস হয়ে যাওয়ায় লাশ দেখে এখন পর্যন্ত কেও সনাক্ত করতে পারি নাই। শরীরে থাকা পোশাক দেখে পরিবারের স্বজনরা লাশ সনাক্ত করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুজ্জামান সিজার, কুষ্টিয়া প্রতিনিধি