কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। একই ঘটনায় উদ্ধার হওয়া অসুস্থ দুই শিক্ষার্থী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাদীন রয়েছেন। নিখোঁজ শিক্ষার্থী তানভীর (২৫) । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফামের্সী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তার গ্রামের বাড়ি বরগুনায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী একটি মাইক্রো বাসে কুষ্টিয়া ঘুরতে এসে কুষ্টিয়া কুমারখালীর লাহিণী পাড়া এলাকায় রেল সেতুর নিচে গোসল করতে নামে। তারা সাঁতার দিয়ে নদী পার হওয়ার চেষ্ঠা করে। কিন্তু দুই বন্ধু তীরে আসলে ও তিন ছাত্র নদীর ¯্রােতে ভেসে যায়। এলাকা বাসীর সহযোগীতায় দুই জনকে উদ্ধার করা গেলেও তানভীরকে উদ্ধার করা সম্ভাব হয়নি।
কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, পানিতে ডুবে শিক্ষার্থী নিখোঁজের সংবাদ পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। খুঁজে না পেলে খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ও ডুবুরি দল যৌথ ভাবে গতকাল রাত ১০ টা পর্যন্ত কাজ করলেও তানভীরকে উদ্ধার করা সম্ভাব হয়নি।
আজ সকাল থেকে উদ্ধার কাজ শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে পুলিশও কাজ করছে বলে জানিয়েছেন এএসআই মিজানুর রহমান।
রফিকুজ্জামান সিজার, কুষ্টিয়া প্রতিনিধি