জেলায় আজ বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপকারভোগিদের মধ্যে স্বল্পমূল্যে চাল, ডাল ও তেলসহ টিসিবির পণ্য বিক্রি কর্মসূচি শুরু হয়েছে।
আজ শনিবার দুপুর ১১টায় কুষ্টিয়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে জুগিয়া ভাটাপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচি উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তরুন কান্তি ঘোষ। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে এ পণ্য বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস প্রমুখ।
এ অনুষ্ঠানে উপকারভোগিদের মধ্যে চারশ’৬৫ টাকার বিনিময়ে জনপ্রতি দুইকেজি মসুর ডাল, পাঁচকেজি চাল ও দুইকেজি ভোজ্যতেল বিতরণ করা হয়েছে। (বাসস)