কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর মাঠ থেকে রুবেল (২৫) নামে এক যুবকের মরদেহ সোমবার সকালে পুলিশ উদ্ধার করেছে। প্রাথামকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে বা কারা হত্যা করেছে পুলিশ তা নিশ্চিত করতে পারিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল হাসিমপুর গ্রামের শফিকুলের ছেলে। তিনি পেশায় একজন ঘোড়া গাড়ি চালক ছিলেন। রবিবার সন্ধ্যায় শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারপর থেকে তার আর খুঁজে পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, সোমবার সকালে স্থানীয়রা মাঠের মধ্যে মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনা স্থান থেকে মরদেহটি উদ্ধার করেছে। তদন্তের জন্য আলামত সংগ্রহ চলছে। ময়না তদন্ত্রে জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
রফিকুজ্জামান সিজার, কুষ্টিয়া প্রতিনিধি