কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা সাহিত্য মেলা-২০২৩ উদ্বোধন।

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা সাহিত্য মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সাহিত্য মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা।
আলোচনা সভায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, জাতীয় কবিতা পরিষদের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ আব্দুস সাদিক, জেলা কালচারাল অফিসার মো: সুজন রহমান, বিশিষ্ট গবেষক ,লেখক ও বোধদয় সংগঠনের সভাপতি এ্যাডভোকেট লালিম হক সহ অন্যান্যরা।