কুষ্টিয়ায় ট্রেন দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে আজীবর মন্ডল (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার সময় কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী রেলওয়ে ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজীবর মন্ডল উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের বাসিন্দা।

আজীবর সকালে বৃদ্ধ রেলব্রিজের উপর দিয়ে হেটে পার হচ্ছিলো। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশন থেকে ছেড়ে আসে। আজীবর মন্ডল হাত উঁচু করে চালককে ট্রেন থামাতে বলে। ট্রেনের গতি দ্রুত থাকায় সামনে থেকে ধাক্কায় তিনি রেলে লাইনের উপর পড়ে যান। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পোড়াদহ জিআরপি থানার ওসি আফজাল হোসেন জানান, ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে মরদেহটি কয়েকটি টুকরো হয়ে গেছে। মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।