কুষ্টিয়ায় অস্ত্র-ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আহম্মেদকে অস্ত্র গোলাবারুদ ও ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১৬০ পিচ ইয়াবা, ২৩ রাউন্ড শটগানের গুলি, অবৈধ এয়ারগান ও ৫ শতাধিক ইয়ারগানের গুলি এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ উদ্ধার করা হয়।

সোমবার (১৬ জুলাই) সন্ধ্যায়  সদর উপজেলার খাজানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রাজিব কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার চাতাল ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রাজিব আহম্মেদ অস্ত্র মেরামতকারী কারিগর এবং সে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিল। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাজানগর এলাকায় অভিযান চালিয়ে রাজিব আহম্মেদকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি তুষার ইয়াসির আরাফাত।

তিনি জানান, রাজিব আহম্মেদ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হলেও আমি তাকে ভালোভাবে চিনি না। সে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহম্মেদের সঙ্গে রাজনীতি করে। শুনেছি সে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। এ ধরণের ঘটনায় সংগঠন থেকে তাকে বহিস্কার করা হবে।

আরএম/