জেলায় আজ সকাল ১০টায় আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপকারভোগী সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের আয়োজনে সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন সদর উপজেলা কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। মত বিনিময় সভা শেষে উপকারভোগী সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান