কুষ্টিয়ার দৌলতপুরে এক হাজার পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে উপজেলার পাকুড়িয়া শকুনতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম লাবু (৩৫)। লাবুর বিরুদ্ধে হত্যা, বিজিবির ওপর হামলা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানায়, সে দৌলতপুর থানার এক এসআইয়ের সঙ্গে পাকুড়িয়া শকুনতলা মোড়ে আড্ডা দিচ্ছিল। এ সময় পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
দৌলতপুর থানার ওসি আজগর আলী জানান, মঙ্গলবার দুপুরে টহল পুলিশ লাবুকে গ্রেফতার করে। তবে এসআইয়ের সঙ্গে লাবুর আড্ডার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান।
আজকের বাজার/একেএ