জেলায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ৪৯টি কেন্দ্রে ২৭ হাজার ২শ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। গত বছর জেলায় এ সংখ্যা ছিলো ৩০ হাজার ৫শ’২৩ জন। এ বছর পরীক্ষার্থী সংখ্যা কমেছে ৩ হাজার ৩শ’২৩ জন।
আজ সকালে কুষ্টিয়া জেলা স্কুলসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা)আজাদ জাহানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারী করে আইন-শৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে। পরীক্ষা কেন্দ্রে কোন প্রকার বিশৃংখলা করে অসুদপায় অবলম্বের চেষ্টা করা হলে অভিযুক্ত শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মচারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কুষ্টিয়া জেলা প্রশাসক জানিয়েছেন। এ জন্য এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান