কুষ্টিয়ায় এসিড নিক্ষেপের অপরাধে ৪ জনের কারাদণ্ড

কুষ্টিয়ায় এক তরুণীকে এসিড নিক্ষেপের অপরাধে ১ জনকে ১৪ বছর ও অপর ৩ জনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোসামী এ রায় দেন।

দণ্ডিতদের মধ্যে রাজিবকে ১৪ বছর এবং রতন, বাবু ও আলামিনকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুষ্টিয়া কোর্টের পিপি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ২০১৪ সালে এসিড দমন আইনে দায়েরকৃত মামলায় দীর্ঘ শুনানী শেষে আসামীরা দোষী প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দেন।

আজকের বাজার/একেএ