কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতালটিতে করোনা আক্রান্ত হয়ে ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ২৮৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ২২১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯৪ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৩ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ হাজার ৪৯৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৫৬ জন। মৃত্যের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৭০ জনে।
এখন পর্যন্ত জেলায় ৭৫ হাজার ৮৮৬ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। বর্তমানে কুষ্টিয়ায় সক্রীয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৯৪৫ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৩০১ জন এবং হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৬৪৪ জন। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান