কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান, সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড), সরকারি হাসপাতালের দুজন চিকিৎসকসহ ১৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০ জনে।
মঙ্গলবার কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত সবার নমুনা গত রবিবার সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছিল। পুনঃপরীক্ষার জন্য তাদের নমুনা আবার ঢাকায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স’র দুই উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল কাদের উজ্জল ও শাহানা খাতুন করোনায় আক্রান্ত হয়েছেন।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল জানান, এ উপজেলায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল জানান, জেলায় ঢাকা, নারায়ণগঞ্জ, সিদ্দিরগঞ্জ, গাজীরপুর থেকে আগত ৩ হাজার ৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।