কুষ্টিয়ার ভেড়ামারায় কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন রবজেল আলী এবং তাসলিম আলী।
আহত অন্যরা হলেন- মসলেমপুর এলাকার শুকুর আলী (৩৮), রবজের মণ্ডল (৬৫), হাসিনা (২২), হোজাইফা (৪), তাসলিম (৭০), হৃদয় (১০), সেলিনা (৩২), বিপুল (২০), রিংকী (৮), রফিকুল ইসলাম (৩০)।
সোমবার সন্ধ্যায় উপজেলার মসলেমপুর গ্রামের ১২ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার নুরুল আমীন জানান, আহতদের মধ্যে রবজেল আলী এবং তাসলিম আলীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদেরকে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে যাতে জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়তে না পাড়ে সে জন্য প্রতিষেধক দেওয়া হয়েছে।
রাসেল/