কুষ্টিয়ার ভেড়ামারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন পথচারীসহ চার জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার (২৩ জুন) রাত ১০টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের সাতবাড়িয়া নামক স্থানে ওই ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দৌলতপুরের আল্লারদর্গা নাসির টোবাকো কোম্পানির কারখানায় ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে একটি পিক-আপ ভ্যান ভেড়ামারার বারো মাইল থেকে দৌলতপুরের আল্লারদর্গা যাওয়ার পথে ভেড়ামারার সাতমাইল নামক স্থানে একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।
এ ঘটনায় ওই গাড়ির চালক আব্দুল মতিন, সহকারী শামিম মণ্ডল, নাসির টোবাকো কোম্পানির সুপারভাইজার তপন এবং পথচারী শ্যামল অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস এবং পুলিশ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আজকের বাজার/ এমএইচ