কুষ্টিয়ায় নিজ বাড়িতে জেলা ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। খুন হওয়া ওই নেতার নাম নাজমুল ইসলামকে (২৭)। সে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাতে সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলা হাটশ হরিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার জানায়, অল্প কয়েকদিন পূর্বেই নাজমুল বিয়ে করে। ঘটনার রাতে সে বউসহ নিজের ঘরেই ছিলো। মধ্যরাতে হঠাৎ গুলির শব্দ শুনে তার ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান জনি জানান, রাত সাড়ে ৩টার দিকে মাথায় গুলিবিদ্ধ হয়ে নাজমুল নামে এক রোগীকে জরুরি বিভাগে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ওসি নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ফোর্স পাঠিয়েছি। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে।
রাসেল/