কুষ্টিয়ার ছাত্রলীগ নেতা ও কলেজছাত্র শাহরুখ খান ওরফে পিয়াস হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৪ জুন) কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তের নাম টুটুল হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন মোশারফ ও আশরাফুল। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কুষ্টিয়া শহরের হরিশংকপুর এলাকায় ২০১৫ সালের ১০ জুলাই বিকেলে নিজ বাড়ির সামনে শাহরুখ খান ওরফে পিয়াসকে গুলি করেন তিন যুবক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় পিয়াসের বাবার করা মামলায় এ রায় ঘোষণা করেন আদালত।
আজকের বাজার/একেএ