কুষ্টিয়ায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাটি বোঝায় একটি ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাজুডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মেরিনা খাতুন (৩৮)। তিনি উপজেলার শশিধরপুর গ্রামের মেহেরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে দৌলতপুর উপজেলা বাজারের দিক থেকে দ্রুতগতিতে আসা ইট ভাটার মাটি বহনকারী ট্রলি বাজুডাঙ্গা এলাকায় পথচারী মেরিনা খাতুনকে চাকায় পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মেরিনা খাতুন।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ