সদর উপজেলার হরিনারায়ণপুরের কাচারি মাঠের পাশে পরিত্যক্ত টয়লেট থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত সানজিদা খাতুন (৬) ওই এলাকার সোহাগ হোসেনের মেয়ে।শিশুটি রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে কোথায় না পাওয়া যাওয়ায় পরিবারের লোকজন এলাকায় মাইকিং করে।
এদিকে, সন্ধ্যার পর এলাকার কয়েকজন পরিত্যাকত টয়লেটটিতে এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে সানজিদার পরিবারের লোকজন এসে তার মরদেহ শনাক্ত করে। তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন ছিল।খবর পেয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান আতিক বলেন, ‘পরিত্যক্ত টয়লেট থেকে সানজিদা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে।’