জেলা শহরে তৃতীয় লিঙ্গ ও সনাতন ধর্মালম্বী ৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে স্টেডিয়াম মাঠে এই ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ শেষে সচিব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান