কুষ্টিয়ার ভোড়ামারা উপজেলার চাঁদগ্রাম ৪নং ব্রিজ এলাকা থেকে রোববার দিবাগত রাত ৩টায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
নিহত রতন আলীকে ‘মাদক ব্যবসায়ী’ দাবি করে পুলিশ বলছে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘গোলাগুলিতে’ সে নিহত হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দীনের ভাষ্য, রাত ৩টার দিকে তাদের কাছে খবর আসে ভোড়ামারা উপজেলার চাঁদগ্রাম ৪নং ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে। এমন সংবাদে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
তিনি বলেন, পরে এলাকা তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যাক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি বলেন, খোঁজ নিয়ে জানতে পারি নিহত ব্যক্তির নাম রতন আলী, সে একই উপজেলার ধরমপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করার কথাও জানান তিনি।
আজকের বাজার/এমএইচ