কুষ্টিয়া সদর উপজেলার গংগাবর কান্দি গ্রামে সোমবার সন্ধ্যায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে পড়ে দুই শিশু মারা গেছে।
নিহতরা হলো- গংগাবর কান্দি গ্রামের ইমারুল হক বাবলুর মেয়ে লিজা (৩) ও একই গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে মরিয়ম (৩)।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, নিহত শিশুরা প্রতিবেশি ফজলুর রহমানের নির্মাণাধীন বিল্ডিং এর পাশে বড়ই গাছের তলে খেলা করছিল।
এ সময় নির্মাণাধীন বিল্ডিং এর দেয়াল হঠাৎ ধসে শিশুদের গায়ের ওপর পড়ে। এতে ইটের দেয়ালে চাপাপড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আজকের বাজার/এমএইচ