কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীতে পানি বৃদ্ধি

জেলায় পদ্মা ও গড়াই নদীতে প্রতিদিন এক থেকে দুই সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনই বন্যা বা বড়ধরণের কোন ক্ষয়ক্ষতির আশংকা নেই বলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পিযুষ কুন্ডু জানান, গত চারদিনে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ সে. মি.। আজ রোববার বিকেল ৪টা পর্যন্ত পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে পানি ৯ দশমিক ৪২ সে. মি. রেকর্ড করা হয়েছে।তবে এখানে বিপদসীমা ১৪ দশমিক ২৫ সে.মি. নির্ধারণ আছে।
তিনি আরও জানান, গড়াই নদীর রেলসেতু পয়েন্টে আজ পানি ৭ দশমিক ৭৬ সে.মি. রেকর্ড করা হয়েছে এবং সেখানে বিপদসীমা ১২ দশমিক ৭৫ সে. মি. নির্ধারণ আছে।
তিনি বলেন, ‘উজান থেকে পানি আসছে তবে বন্যা বা কোথাও কোন বড় ধরণের ক্ষতির আশংকা নেই।’ পানি উন্নয়ন বোর্ড আগাম সবধরণের প্রস্তুতি রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।