কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে নিখোঁজের তিনদিন পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলার চিলমারীর বাংলাবাজার চর এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আবুল কালাম (৩৪)। তিনি চিলমারী ইউপির তেমাদিয়া গ্রামের নজরুল শেখের ছেলে।
থানা পুলিশ ও নিহত জেলের পরিবার জানায়, গত বৃহস্পতিবার আবুল কালামসহ ১০/১২ জন জেলে আলাইপুর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান। এরপর সহযোগীরা বাড়ি ফিরে আসলেও আবুল কালাম নিখোঁজ থাকেন।
পরে রোববার বেলা সাড়ে ১১ টায় চিলমারীর বাংলাবাজার চর এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, আবুল কালাম একজন জেলে। মাছ ধরতে গিয়ে ৩ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। তার মারা যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
আজকের বাজার/একেএ