কুষ্টিয়ার তালবাড়ীয়ায় যাত্রীবাহী পিকনিকের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার দোয়ালী এলাকার ওবাইদুর রহমানের ছেলে ও ট্রাক চালক নাবিল হোসেন (৩৮) এবং তার সহকারী ইব্রাহিম হোসেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, সকালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাস পাবনা ফেরার সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাড়াইলগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও তার সহকারী নিহত হন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/ শারমিন আক্তার