কুষ্টিয়া শহরতলীর বাড়াদীতে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোন মাওয়া (৩) ও আপন (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু মাওয়ার বাবা বাড়াদী গ্রামের আবুল কালাম জানান, বুধবার সকালে শহরতলীর বাড়াদী গ্রামে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে ওই দুই শিশু। এ সময় শিশুকন্যা মাওয়া পানিতে তলিয়ে গেলে তার চাচাত ভাই আপন তাকে তোলার চেষ্টা করলে সে-ও পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন পুকুরপাড়ে দুই শিশুকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। মৃত কন্যাশিশু মাওয়া বাড়াদী গ্রামের আবুল কালামের মেয়ে ও আপন আমিন হোসেনের ছেলে। একসঙ্গে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির হোসেন দুই শিশু মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, পরিবারের লোকজনের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশের দাফনের প্রক্রিয়া চলছে।
আজকের বাজার: আরআর/ ০২ আগস্ট ২০১৭