মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় তিন দিনব্যপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় জেলার শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ বই মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত, সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বই মেলায় প্রায় অর্ধশত স্টল দেয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বই মেলার স্টল গুলোতে বই কিনতে ভিড় জমিয়েছেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান