কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

ছবি : ইন্টারনেট

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শহর আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে ৬০০টি ইয়াবা, তিনটি গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য ।

রোববার (১৫ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর নিচে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, গোপন সংবাদের মাধ্যমে গতকাল দিবাগত রাত একটার দিকে তারা জানতে পারেন—একদল মাদক ব্যবসায়ী হরিপুর সেতুর নিচে মাদক কেনাবেচা করছে। পরে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি চালায়। এতে পুলিশও পাল্টা জবাব দিলে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ‘বন্দুকযুদ্ধ’ চলে। ঘটনাস্থলে একজন মাদক ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দীন বলেন, শহর আলী কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক ব্যবসাসহ ১২টি মামলা রয়েছে।

আরএম/