কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলতাফ হোসেন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি- নিহত যুবক চিহ্নিত সন্ত্রাসী।
আজ সোমবার ভোরে উপজেলার পিপুলবাড়িয়া মাঠে থানা ও ডিবি পুলিশের সঙ্গে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন উপজেলার বোয়ালিয়া গ্রামের মোশররফ হোসেনের ছেলে। ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও কয়েকটি রামদা উদ্ধার করে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আলতাফ হোসেনের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।
আজকেরবাজার/এসএ/এস