কুষ্টিয়ার মিরপুরে পৃথক দুটি স্থানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুন) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চিথলিয়া ও পাহাড়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাঈম ইসলাম (২৭) ও জোয়ার আলী (২৮)।
পুলিশের দাবি, নিহতরা মিরপুরের আলোচিত স্কুলছাত্র দেব দত্ত অপহরণ ও হত্যা মামলার আসামি।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, গতকাল সোমবার চিথলিয়া এলাকায় অপহরণের ১৬ দিন পর নয় বছরের শিশু দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা-পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে।
এরই মধ্যে চিথলিয়া ও পাহাড়পুর এলাকায় অপহরণকারীদের অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার ভোরে দুটি পৃথক অভিযান চালানো হয়। এ সময় গোলাগুলিতে অপহরণকারী চক্রের দুজন গুলিবিদ্ধ হন। পরে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাঁদের মৃত্যু হয়।
রাসেল/